লালমনিরহাট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ও জুয়া খেলার আসর হতে ৩ জন গ্রেফতার এবং ৪৪ বোতল ফেনসিডিল ও একটি ট্রাক সহ ১ জন মাদক ব্যবসায়ী ও আইনের সাথে সংঘাতে জড়িত ১জন শিশু গ্রেফতার।
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ০৮নং গোকুন্ডা ইউনিয়নের কুর্শামারী মৌজাস্থ শুকান দিঘী মন্দিরের দক্ষিন পাশে পুকুরের পাড় সংলগ্ন কাচা রাস্তার উপর জুয়া খেলার আসর হেইতে আসামী ১. মোঃ রাশেদুল ইসলাম(২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা-মোছাঃ রাশেদা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- চিনিপাড়া (০২নং ওয়ার্ড, ইউনিয়ন-মহেন্দ্রনগর) , উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট, বাংলাদেশ: ২. মোঃ ওবাইদুল কাদের(২৬), পিতা-মৃতঃ আব্বাস আলী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- সাকোয়া (০৯নং ওয়ার্ড,) , উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট, বাংলাদেশ: ৩. মো: মিলন আহমেদ(৩৫), পিতা-মৃত হেছান উদ্দিন, মাতা-মোছাঃ সোনা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- কাজির চওড়া (০৮নং ওয়ার্ড, ইউনিয়ন-হারাটি) , উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট, বাংলাদেশদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে প্রসিকিউশন দাখিল করতঃ বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট থানা পুলিশের অপর এক অভিযানে অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ৮নং গোকুন্ডা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তিস্তা বাসস্ট্যান্ড হইতে রাজারহাট গামী গোকুন্ডা ডারার পাড় মৌজাস্থ জনৈক মিঠু মিয়ার চাউলের আড়োতের সামনে ৪৪ বোতল মাদকদ্রব্য ফিন্সিডিল ও ট্রাকসহ আসামী ১। মোঃ জাকির হোসেন (৪২), পিতা- মৃতঃ মোফাজ্জল হক চকিদার, মাতা- মোছাঃ আমেনা বেগম, স্থায়ী সাং-বেইরাগিয়া, চকিদার বাড়ী, ০৯নং ওয়ার্ড, ইউপি-উত্তর দিগলদী, থানা-ভোলা, জেলা-ভোলা বর্তমান ঠিকানা- সাং-মুক্তারপুর (মারুফা বেগমের বাড়ী ভাড়া বাড়ী পূর্ব মুক্তারপুর) থানা-মুন্সিগঞ্জ, জেলা-মুন্সিগঞ্জকে হাতে নাতে গ্রেফতার করেন এবং মাদক পরিবহনে সহযোগিতা করায় ২। আইনের সাথে সংঘাতে জাড়িত শিশু মোঃ ইমাম হোসেন (১৬), পিতা- মোঃ হারুন, মাতা- নিলুফা বেগম, সাং-বড়মানিকা, পোষ্ট-মানিকা ওয়ার্ড নং-০৩, থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলাকে হাতে নাতে আটক করা হয়।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামী ও আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।