রাজধানীর বিমানবন্দর সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতির বাসের চাপায় সিভিল এভিয়েশনের প্রকৌশলী মৃত্যুর ঘটনায় বাস চালক হাসান মাহমুদ হিমেলকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার ভোর ৫টার দিকে বরিশালের হিজলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১ ও র্যাব-৮।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর শাহজালাল বিমানবন্দরের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) প্রকৌশলী মুইদুল ইসলামের মোটরসাইকেলকে চাপা দেয় রাইদা পরিবহণের একটি যাত্রীবাহী বাস। পরে বাসটি বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের টিনের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে হাসপাতালে নেয়া হলে মাইদুল ইসলাম মারা যান।
শনিবার র্যাব-১ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নির্মানাধীন অস্থায়ী বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহনের একটি বাস দূর্ঘটনা ঘটায়। এতে সিভিল এভিয়েশন উপসহকারী প্রকৌশলী মুইদুল ইসলাম বাসটির চাপায় আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসের চালক মাহমুদ হাসান এবং চালকের সহকারী (হেলপার) পালিয়ে যায়। পরবর্তীতে এই হত্যাকান্ডের আসামীদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে এবং নজরদারী বাড়ায় র্যাব-১ ও র্যাব-৮।
তিনি আরও জানান, গোয়েন্দা সংবাদে র্যাব জানতে পারে, রাইদা পরিবহনের পলাতক বাস চালক হাসান মাহমুদ হিমেল বরিশালের হিজলা থানার হরিনাথপুর এলাকায় আত্মগোপন করে আছে। এ তথ্যে শনিবার ভোর ৫টার দিকে অভিযা্ন চালিয়ে র্যাব-১ ও র্যাব-৮ তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার মাহমুদ হাসানের বাস চালানোর লাইসেন্স ছিলনা। এছাড়া, গাড়ীর ফিটনেস সংক্রান্ত কাগজপত্রও ছিলো না বলে আসামি স্বীকার করেছেন।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।