সেলিম বাবু স্টাফ রিপোর্টারঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর পূর্বপাড়া জামে মসজিদ নির্মাণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল), সকালের দিকে এ মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন করা হয়।
পিরোজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইস্কান্দার মাহমুদ বিপ্লব, সাবেক ইউপি সদস্য মামলত মন্ডল ও বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী উপস্থিত থেকে এ মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় মোহাম্মদ ইমাদুল, মহাসিন, জহুরুল, মঈনুল, বিশারদ, হোসেন আলী, ইসমাইল হোসেন, সিরাজুল ইসলাম, ঠান্ডা মিয়া, রবি মিয়া, খোকন, শাহ জালাল ও আমির হামজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় দেড় বছর পূর্বে সোনাপুর পূর্বপাড়া জামে মসজিদের কাজ শুরু হয় বাঁশ, চাটাই আর টিনের বেড়া দিয়ে। পরে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম জেলা পরিষদ থেকে ৩ লাখ টাকা অনুদান দেবে বললে পূর্বের মসজিদ ভেঙে তা নতুন ভাবে তৈরির উদ্যোগ নেওয়া হয়। মসজিদ নির্মাণ কাজে পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সহধর্মিণীও কিছু অর্থ দেবেন বলে আশ্বস্ত করেছেন। যে কারণে গ্রামবাসীদের নামাজ আদায়ের সুবিধার্থে পাকা মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে সোনাপুর পূর্বপাড়াসহ গ্রামের অধিকাংশ মুসল্লী খুব নিকটে সহজে নামাজ আদায় করতে পারবেন বলে গ্রামবাসীরা জানান।