সেলিম বাবু স্টাফ রিপোর্টারঃ
আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্ৰামের আবুল কালাম আজাদ হেলাল (২৮)সড়ক দুর্ঘটনায় নিহত।
(১৪ এপ্রিল) রবিবার মেহেরপুর গাংনী ভাটপাড়ায় ঘুরাঘুরি করে বাড়ী ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে
কুষ্টিয়া মেহেরপুর সড়কের শুকুরকান্দি নামক স্থানে মোটরসাইকেল ও পাখি ভ্যানের সাথে ধাক্কা লেগে রোডের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় হেলাল(২৮) ও স্ত্রী জুঁই খাতুন গুরুতর আহত হয়।
এসময় স্হানীয়রা উদ্ধার করে জুঁই খাতুন কে ও তার শেলককে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়।
নিহত আবুল কালাম আজাদ হেলাল মোড়ভাঙ্গা গ্ৰামের গুলজার হোসেনের ছেলে।
তিনি গত ৫ মাস আগে গাংনী উপজেলার আকুবপুর গ্রামে বিয়ে হয়
তিনি ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
ঈদের ছুটিতে নিজ গ্রাম আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গাতে আসেন,,,,
ঈদের দিন নামাজ শেষে
স্ত্রী জুই খাতুন কে সাথে নিয়ে শুসুর বাড়ী গাংনী উপজেলার আকুবপুরে গ্রামে যান।
গত ১৪ এপ্রিল রবিবার গাংনী উপজেলার ভাটপাড়া ইকো পার্কে নিজ স্ত্রী এবং শ্যালকটি নিয়ে ঘুরতে যাই এবং ঘুরা শেষে বাড়ী ফিরার পথে
মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের শুকুরকান্দি নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাখি ভ্যানের সাথে ধাক্কা লাগে
হেলাল রোডের ওপরে সিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
স্ত্রী জুই খাতুন ও শালোক
আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়।
এই ঘটনা আলমডাঙ্গা উপজেলার মরভাঙ্গা গ্রামে হেলালের পরিবার জানতে পারলে আকাশ বাতাস যেন অশ্রু চোখের জলে ভারী হয়ে যায় এবং হেলালের পরিবার আকুব্বর গ্রামে যে হেলালের লাশ নিয়ে আসে নিজ গ্রাম মোড়ভাঙ্গাতে।
এ সময় ওসমান পুর ক্যাম্প ইনচার্জ সংবাদ পেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরেরদিন ১৫ ই মার্চ সকাল দশটার সময় মোড়ভাঙ্গা চরচাঁদপুর কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফন কার্যসম্পন্ন হয়।