চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মামলা রুজুর ০৬ ঘন্টার মধ্যে ডিবি কর্তৃক বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার ও মামলার মূলরহস্য উদঘাটন
চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন সিন্দুরিয়া গ্রামের মন্টু মন্ডল(৫৪), পিতা-মৃত বাবর আলী চুয়াডাঙ্গা সদর থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন যে, বাদী তার নিজ বাড়িতে শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। অজ্ঞাতনামা আসামী কে বা কারা গত ১২/০৪/২০২৪ খ্রিঃ রাত অনুমান ১১:৩০ ঘটিকায় তার শয়নকক্ষের জানালা দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। উক্ত পেট্রোল বোমার বিস্ফোরনে শয়নকক্ষসহ তার শরীরে আগুন ধরে যায় এবং শরীরের ডান হাতের কনুইয়ের উপরের অংশ, মুখের ডান পাশ এবং কপাল পুড়ে যায়। তাছাড়া ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে আরো অনেক ক্ষয়ক্ষতি হয়। উক্ত অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-১১, তারিখঃ ১৪/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-৪৪৭/ ৩২৬/ ৩০৭/ ৪৩৫/ ৪৩৬ পেনাল কোড রুজু করা হয়।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ও সদর থানা পুলিশকে বর্ণিত ঘটনার মূলরহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশে জনাব ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ সাজ্জাদ হোসেন, এসআই (নিঃ)/মুহিদ হাসান, সকলে জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা এবং এসআই(নিঃ) ভবতোষ রায়, চুয়ডাঙ্গা সদর থানা, সহকারী সাব-ইন্সপেক্টর এএসআই (নিঃ)/ শ্রী রমেন কুমার সরকার, এএসআই(নিঃ)/ সাদিকুর রহমান সঙ্গীয় ডিবি ও চুয়াডাঙ্গা সদর থানার ফোর্সসহ সদর থানাধীন সিন্দুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪/০৪/২০২৪ খ্রি: রাত(ভোর) ০৪:৩০ ঘটিকায় ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামী মামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
১) মোঃ হেলাল মিয়া (৩০), পিতা-মোঃ শফি উদ্দীন, সাং-সিন্দুরিয়া, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত