প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ
দেশীয় ধারালো অস্ত্রসহ ০২ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব
ডাকাতির প্রস্তুতিকালে "LSKB" নামক কিশোর গ্যাংয়ের প্রধানসহ ০২ জন সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ ফেনী’র সদর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।
র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় দুষ্কৃতিকারী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন লালপোলস্থ পশ্চিম সিলোনিয়া এলাকায় পাকা রাস্তার উপর অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৬ এপ্রিল ২০২৪ইং তারিখ রাত আনুমানিক ২২৩০ ঘটিকায় বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই ৭/৮ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ১। মোঃ শাকিল (১৬), পিতা-মোঃ আলী শেখ, সাং-রবিদত্তঘাটি, থানা-কচুয়া, জেলা- বাগেরহাট, বর্তমানে সাং-পুরাতন পুলিশ কোয়ার্টার, থানা ও জেলা-ফেনী এবং ২। মোঃ নাইমুর ইসলাম (১৬), পিতা-সোলাইমান হোসেন, সাং-পশ্চিম রামপুর, থানা ও জেলা-ফেনী’কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আকটকৃত শিশু’দ্বয়কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে মোঃ শাকিল এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে ০২টি স্টীলের চাকু ও ০১ টি ফোল্ডিং চাকু এবং মোঃ নাইমুর ইসলাম এর হাতে থাকা ০১টি বাজারের ব্যাগের ভিতর হতে ০১টি বড় ছোরা ও চাপাতি সাদৃশ ০১টি বড় ধামা উদ্ধারসহ আইনের সহিত সংঘাতে জড়িত শিশু’দ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু’দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ফেনী সদর এলাকার স্থানীয় কথিত "LSKB" নামক কিশোর গ্যাংয়ের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল এবং তারা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত