কুষ্টিয়ার কবুরহাটে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
স্বর্ণ ও রৌপ্য অলংকার ও নগদ টাকা সহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দিনে দুপুরে চুরির এই ঘটনায় আশপাশের লোকজন জড়িত থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।
এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেন এর স্ত্রী পলি খাতুন ও তাঁর একমাত্র মেয়ে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট উত্তরপাড়া তার নিজ বাড়ির মেইন গেট ও বারান্দার গ্রীলে তালা লাগিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে কেনাকাটা করতে পোড়াদহ যায়। দুপুর ২ টার দিকে ফিরে বাড়ির মেইন গেটের তালা খুলে বাড়ির ভেতর প্রবেশ করে বারান্দার গ্রীল কাটা এবং ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পায়।
পরে ঘরে প্রবেশ করে দেখতে পায় আলমারিসহ অন্যান্য জিনিসপত্র তছনছ করা। চোর/চোরেরা আলমারির তালা ভেঙে ড্রয়ারে থাকা নগদ পাঁচ হাজার টাকা, দুটি স্বর্ণের বালা, ১ টি স্বর্ণের চেইন, ২ টি স্বর্ণের লকেট, ১ টি স্বর্ণের আংটি ও রুপার গহনা সহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। স্থানীয়রা জানান, ২ বছর আগে দোকানে চুরির ঘটনায় ৪ চোর ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা।
এরপর দীর্ঘদিন এই এলাকায় চুরি সংঘঠিত হয়নি। ওই চোরেরা হাজত খেটে এখন বাইরে। এই চুরির সঙ্গে আশপাশের লোকজন জড়িত থাকতে পারে বলেও স্থানীয়দের ধারণা।
এছাড়াও চুরি সংঘঠিত হওয়ার সম্ভাব্য সময়ে কয়েকজনকে বাড়ির আশপাশে ঘোরাঘুরি করার তথ্য পেয়ে তাদের সন্দেহের তালিকায় রেখেই তদন্তে নেমেছে পুলিশ বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত