কিশোরগঞ্জের ভৈরবধীন কমলপুর বাসস্ট্যান্ডে দুই গ্রুপের সংঘর্ষে জড়িত ০৬ জন কিশোরগ্যাং এর সদস্য কে গ্রেফতার করেছে র্যাব -১৪, সিপিসি -২, ভৈরব ক্যাম্প। দেশীয় অস্ত্র উদ্ধার।
”বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ।
প্রতিষ্ঠালগ্ন থেকে র্যা ব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। র্যা ব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ গত ০১/০৪/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ভৈরব থানাধীন কমলপুর লোকাল বাসস্ট্যান্ডে কতিপয় ব্যক্তি টিকটকে কমেন্ট করাকে কেন্দ্র করিয়া দেশীয় অস্ত্র-শস্ত্র সহ ব্যাপক মারমুখী অবস্থায় লিপ্ত হয়।উক্ত সংবাদ পাইয়া ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে আসলে ধৃত কিশোর গ্যাং এর ০৬ সদস্য ১। নয়ন মিয়া (৩০), পিতা-মৃত নুরুল হক, সাং-কমলপুর মুসলিমের মোড়
আরিয়ান ইসলাম (১৯), পিতা-মোহাম্মাদ আলী, সাং-কমলপুর মধ্যপাড়া ৩। জিহাদ সরকার (১৯), পিতা-ফারুক সরকার, সাং-কমলপুর সরকার বাড়ী, ৪। হেদায়েত উল্লাহ (১৯), পিতা-মহিবুল্লাহ, সং কমলপুর সরকার বাড়ী, ৫। মোঃ সৌরভ আহম্মেদ (২৪), পিতা-মোঃ রিপন মিয়া, সাং-মানিকদী, ৬। মোঃ আবির হাসান (২২), পিতা-মৃত জাহাঙ্গীর আলম, সাং-বাঁশগাড়ী, সর্ব থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জগন সহ আরো ২০-২৫ জন আসামী ভৈরব থানাধীন কমলপুর সাকিনস্থ লোকাল বাসস্ট্যান্ডে থাকা বিভিন্ন ব্যবসায়ীদের দোকান পাটের সাটার কোপাইয়া ও বাইরাইয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। আসামীদের ছোড়া ইট পাটকেল পুলিশের গায়ে লাগলে তারা আহত হন এবং তাদের কাছে থাকা শর্ট গান অস্ত্র দিয়ে ০৮ রাইন্ড গুলি ফায়ার করে।পুলিশের গুলি বর্ষনের পরে এলাকার পরিবেশ আরো উত্তপ্ত হয়।
উক্ত ঘটনার সংবাদ পাইয়া র্যাব ১৪ সিপিসি-২, ভৈরব ক্যাম্প ঘটনাস্থলে যায় এবং আসামীদের গ্রেফতারের জন্য ব্যপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।র্যা বের অপারেশনে উপরোক্ত আসামীগনকে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে ০১টি লোহার পাইপের মাথায় মটর সাইকেলের চেন স্পোকেট লাগানো অস্ত্র, যাহার দৈর্ঘ্য ৩০ ইঞ্চি এবং ০২ ফুট লম্বা ০১ টি সবুজ রংয়ের প্লাস্টিকের পাইপ উদ্ধার পুর্বক জব্দ করা হয়।উক্ত ঘটনায় বাকি আসামিদের বিরুদ্ধেও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানা, কিশোরগঞ্জ এর নিকট হস্তান্তর করা হইয়াছে। প্রাথমিক ভাবে উক্ত আসামীগন উল্লিখিত ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে র্যা বের নিকট স্বীকারোক্তি প্রদান করে।