কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী অস্ত্রসহ একজন অস্ত্র কারবারী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অদ্য ৩০ মার্চ ২০২৪ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকার সা আদ বিন আবীওয়াক্কাস আল্ ইসলাম মাদ্রাসার পশ্চিমে বেড়ীবাঁধের উপর র্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির নাম ঠিকানা প্রকাশসহ তার হেফাজতে দেশীয় তৈরী অস্ত্র থাকায় সে কৌশলে পালানোর চেষ্টা করে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ০১টি দেশীয় তৈরী ওয়ানশুটার গান উদ্ধারসহ ০১টি স্মার্ট ফোন (০২টি সীমসহ) ও ৯৭০/- জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিস্তারিত পরিচয়-কামাল হোসেন (২৬), পিতা-নুরুল ইসলাম, মাতা-দিল বাহার, সাং-উত্তর মাঝের পাড়া, শাহপরীর দ্বীপ, ৭নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সাবাজার বলে জানা যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে নিজেকে অস্ত্র কারবারী বলে স্বীকার করে। এছাড়াও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি এবং উক্ত অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে বলে জানায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত অস্ত্র কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত