শেরপুর জেলার নকলা থানাধীন বাদাগৈড়ে চাঞ্চল্যকর শিশু অপ*হরণ ও ধ*র্ষণ মামলার প্রধান আসামী সাকিব (২৪)কে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকার শান্তিপুর বাজার মজিবরের চা ও ইফতারীর দোকান হতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধ*র্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন হত্যা সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে হত্যার মত জঘন্য কাজ থেকে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এখানে উল্লেখ্য যে, ভিকটিম শেরপুর জেলার নকলা থানাধীন বাদাগৈড় গ্রামের মাতৃহারা মোঃ মজিবর এর কন্যা। ভিকটিমের পিতা জীবিকার তাগিদে ঢাকা শহরে বসবাস করেন। সেই সুবাদে ভিকটিম তার চাচার বাসায় বসবাস করে আসছেন।
বিবাদী ভিকটিমের চাচা মোঃ সাকিব (২৪), পিতা-মোঃ মুজা মিয়া, সাং-বাদাগৈড়, থানা-নকলা, জেলা-শেরপুর গত ২৭/০২/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০৮৫০ ঘটিকার সময় ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটির শিশু সুলভ আচরণ ও সরল বিশাসকে কাজে লাগিয়ে ভাল পোশাক কিনে দিবে ও ভাল খাবার খাওয়াবে ইত্যাদি বলে অত্যান্ত সু-পরিকল্পিতভাবে ভিকটিমকে অপহরন করে বিবাদীর বাড়ী হইতে বাহির করে নকলা থানাধীন বাদাগৈড় গ্রামের জনৈক লাল চাঁন এর বসত বাড়ীর পশ্চিম পাশে বাঁশঝাড় এর ভিতর নির্জন ফাঁকা জায়গা নিয়ে রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় আসামী মোঃ সাকিব (২৪) ভিকটিমের ইচ্ছার বিরদ্ধে জোর পূর্বক ধ*র্ষন করে।
পরবর্তীতে ভিকটিম চাচা মোঃ উজ্জল (৩২), পিতা-মোঃ মুজা মিয়া, সাং-বাদাগৈড়, থানা-নকলা, জেলা-শেরপুর বাদী হয়ে অফিসার ইন-চার্জ নকলা থানার মামলা নং-১৯/২০২৪, তাং-২৯/০২/২০২৪ইং ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধিত-২০২০); ৯(১)/৩০ অপহরণসহ ধর্ষণ মামলা রুজু করেন।
এ প্রেক্ষিতে ঘটনার পর থেকে আসামী গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে এবং মেজর এ কে এম ফয়সাল, র্যাব-৯, সিপিসি-৩, তাহেরপুর, সুনামগঞ্জ এর উপস্থিতিতে র্যাবের একটি যৌথ অভিযানিক দল অদ্য ৩০/০৩/২০২৪ ইং তারিখ ১৬.৩০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকার শান্তিপুর বাজার মজিবরের চা ও ইফতারীর দোকান হতে আসামী মোঃ সাকিব (২৪)কে আটক করতে সক্ষম হয়।
ধৃত আটককৃত আসামীকে শেরপুর জেলার নকলা থানায় সূত্রোক্ত মামলা মোতাবেক মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত