এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদের উৎসব ভাতার হার জানা গেলো।
এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের উৎসব ভাতার চেক আজ রোববার অথবা কাল সোমবার ছাড় হতে পারে বলে জানা গেছে ।
২০০৪ খ্রিষ্টাব্দ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতন স্কেলের যথাক্রমে ২৫ ও ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন। প্রতিবছরই শিক্ষকরা সরকারী কর্মকর্তা- কর্মচারীদের মতো শতভাগ উৎসব ভাতার দাবি করে থাকেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার মাধ্যমে জানা যায়, শিক্ষা অধিদপ্তর থেকে বিল তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর পর প্রয়োজনীয় স্বাক্ষর মিলেছে বৃহস্পতিবার।
রোববার অথবা সোমবার চেকগুলো ব্যাংকে পাঠানো হবে। নতুন কিছু যোগ হয়েছে কিনা জানতে চাওয়া হলে কোনো উত্তর দেননি শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। তবে, নাম না প্রকাশের শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘কোনো পরিবর্তন নেই’।