তামাক চাষ বাড়ছে কুষ্টিয়াতে
কুষ্টিয়াতে বছরের পর বছর তামাক চাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতে ধানসহ বিভিন্ন রকমের ফসলের চাষ দিনদিন কমে যাচ্ছে।
এলাকাবাসী জানান, তামাক চাষের জন্য প্রান্তিক কৃষকদের বিভিন্ন সিগারেট কোম্পানি অগ্রিম সার, টাকাসহ নানাভাবে প্রলোভন দিচ্ছে। ফলে কৃষকরা অন্য ফসলের পরিবর্তে তামাক চাষে ঝুঁকছে।
কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় শত শত বিঘা জমিতে তামাক চাষ হচ্ছে। এসব জমিতে এক সময় সবজি চাষ হতো। এখন শত শত বিঘা জমিতে তামাক চাষ হচ্ছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা তেঘরিয়া গ্রামের তামাক চাষি আতিয়ার মন্ডল জানান, এক বিঘা জমিতে তামাক চাষে খরচ হয় ২৫ থেকে ২৮ হাজার টাকা। আর বিক্রি হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। খরচখরচা বাদ দিয়ে বিঘা প্রতি লাভ থাকে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। অন্যদিকে বিভিন্ন সিগারেট কোম্পানি অগ্রিম টাকা ও বিভিন্ন কীটনাশক দিচ্ছে। এজন্য কৃষকরা ধান কিংবা সবজি চাষ না করে তামাক চাষে ঝুঁকছেন।
এলাকায় শীত মৌসুমে বিভিন্ন জমিতে সবজি চাষ হতো। দেশি-বিদেশি তামাক কোম্পানি চাষিদের সবজির পরিবর্তে তামাক চাষের উদ্বুদ্ধ করছে। এখন সেই সব জমিতে তামাক চাষ হচ্ছে।
মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ‘কৃষকদের নানাভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তামাক চাষের পরিবর্তে ভুট্টা কিংবা সবজি চাষ করতে। কিন্তু অধিক লাভের আশায় কৃষকরা প্রতিবছর তামাক চাষে ঝুঁকছে। তবে আশা করছি- ভবিষ্যতে তামাক চাষ কমে আসবে।’
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত