প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য র্যাবের ভ্রাম্যমান আদালত
টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য র্যাবের ভ্রাম্যমান আদালত
কক্সবাজারের সদর থানাধীন বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ১২ ধারা লঙ্ঘনের অপরাধে মেসার্স তানভীর এন্টারপ্রাইজ এর মালিক আজিজুর রহমান’কে এক লক্ষ (১,০০,০০০) টাকা জরিমানা করেছে র্যাব-১৫
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।
কক্সবাজারে দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ অসাধু ব্যবসায়ী চক্র নিম্ন আয়ের মানুষের জন্য সরকার কর্তৃক প্রদত্ত স্বল্প মূল্যের সুবিধাজনক পণ্য (Convenience Goods) ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করে বেশি মূল্যে বিক্রয় আসছে মর্মে তথ্য পায় র্যাব-১৫। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টিসিবির পণ্য সামগ্রী অবৈধভাবে মজুদ ও বিক্রির সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ মার্চ ২০২৪ তারিখ অনুমান ০০.০৫ ঘটিকার সময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহায়তায় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এ সময় কক্সবাজার বিসিক শিল্পনগরীতে মেসার্স তানভীর এন্টারপ্রাইজে টিসিবির সীলযুক্ত বিপুল পরিমাণ ভোজ্য তৈল উদ্ধার করা হয়। পরবর্তীতে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ১২ ধারা লঙ্ঘনের অপরাধে মেসার্স তানভীর এন্টারপ্রাইজ এর মালিক আজিজুর রহমান’কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
ইমেল: nobodeshsongbad24@gmail.com
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত