প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সাথে র্যাবের ভ্রাম্যমান আদালত
জামালপুর জেলার সদর থানাধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সাথে সমন্বয় করে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ০৭ টি মাংসের দোকান, ০১ টি ফলের দোকান ও ০১ টি রেষ্টুরেন্টে জরিমানা আদায় করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে *“বাংলাদেশ আমার অহংকার”* এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারণেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অনন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, মানব-পাচার, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এখানে উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক নির্দেশিত প্রকাশ্যে স্থানে মূল্য তালিকা প্রদর্শণ না করা ও সরকার ঘোষিত মূল্য হতে বেশী মূল্য রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে হোটেল পরিচালনা করায় জামালপুর সদর থানাধীন বিভিন্ন মাংস, হোটেল ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ সরকারের উক্ত নির্দেশনা বাস্তবায়নে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আওতাভুক্ত এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহযোগীতায় বিভিন্ন মাংস, হোটেল ও ফলের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
অদ্য ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ ১১০০ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন সফি মিয়ার বাজারস্থ সবুজ মিয়ার মাংসের দোকানে প্রকাশ্যে স্থানে মূল্য তালিকা প্রদর্শণ না করা ও সরকার ঘোষিত মূল্য হতে বেশী মূল্য রাখায় দোকানের মালিক হাবিবুর রহমান হবু (৫০), পিতা-মৃত আমানুল্লাহ শেখ, সাং-মিয়াপাড়া, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এর নিকট থেকে মামলা নং-৬১/২৪ (০৫৯৪৩৯), ধারাঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫,০০০/- টাকা এবং ৪০ ধারা মোতাবেক ৫,০০০/- টাকা সর্বমোট ১০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
খ। অদ্য ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ ১১২০ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন সফি মিয়ার বাজারস্থ চাঁন মিয়ার মাংস বিতান দোকানে প্রকাশ্যে স্থানে মূল্য তালিকা প্রদর্শণ না করা ও সরকার ঘোষিত মূল্য হতে বেশী মূল্য রাখায় দোকানের মালিক চাঁন মিয়া (৬৩), পিতা-মৃত আজিক ব্যাপারী, সাং-শাহাপুর, থানা-সদর, জেলা-জামালপুরর এর নিকট থেকে মামলা নং-৬২/২৪ (০৫৯৪৪০), ধারাঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫,০০০/- টাকা এবং ৪০ ধারা মোতাবেক ৫,০০০/- টাকা সর্বমোট ১০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অদ্য ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ ১১৪০ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন সফি মিয়ার বাজারস্থ কমল মাংস বিতান দোকানে প্রকাশ্যে স্থানে মূল্য তালিকা প্রদর্শণ না করা ও সরকার ঘোষিত মূল্য হতে বেশী মূল্য রাখায় দোকানের মালিক কমল শেখ (৪০) , পিতা-মৃত আজিজুল হক, সাং-পূর্ব ফুলবাড়ীয়া, থানা-সদর, জেলা-জামালপুর এর নিকট থেকে মামলা নং-৬৩/২৪ (০৫৯৪৪১), ধারাঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫,০০০/- টাকা এবং ৪০ ধারা মোতাবেক ৫,০০০/- টাকা সর্বমোট ১০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অদ্য ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ ১২০০ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন সফি মিয়ার বাজারস্থ বাবুল মিয়ার মাংসের ওজনে কারচুপি করায় দোকানের মালিক সাকিব (২২), পিতা- মোঃ কদম আলী, সাং-উত্তর কাছারিপাড়া, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এর নিকট থেকে মামলা নং-৬৪/২৪ (০৫৯৪৪২), ধারাঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারা মোতাবেক ৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অদ্য ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ ১২২০ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন সফি মিয়ার বাজারস্থ রঞ্জু খাসির মাংসের দোকানে প্রকাশ্যে স্থানে মূল্য তালিকা প্রদর্শণ না করায় দোকানের মালিক মোঃ রঞ্জু মিয়া (৪৫), পিতা-মিন্টু শেখ, সাং-উত্তর কাছারিপাড়া, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এর নিকট থেকে মামলা নং-৬৫/২৪ (০৫৯৪৪৩), ধারাঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অদ্য ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ ১২৪৫ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন সফি মিয়ার বাজারস্থ মুসা খাসির মাংসের দোকানে প্রকাশ্যে স্থানে মাংসের মূল্য তালিকা প্রদর্শণ না করায় দোকানের মালিক মোঃ রুবেল (৩৫), পিতা মোঃ মুসা, সাং-চামড়া গুদাম, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এর নিকট থেকে মামলা নং-৬৬/২৪ (০৫৯৪৪৪), ধারাঃ- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অদ্য ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ ১৩০৫ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন সফি মিয়ার বাজারস্থ বাবলু মাংস বিতানে প্রকাশ্যে স্থানে মাংসের মূল্য তালিকা প্রদর্শণ না করায় দোকানের মালিক বাবলু শেখ(৪৫) , পিতা-আমান উল্লাহ, সাং-চামড়া গুদাম, থানা- জামালপুর সদর, জেলা-জামালপুর এর নিকট থেকে মামলা নং-৬৭/২৪ (০৫৯৪৪৫), ধারাঃ- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অদ্য ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ ১৩৩৫ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন বেলটিয়া বাজারস্থ সজিব রেস্টুরেন্ট এন্ড সুইটস এ অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও হোটেল পরিচালনা করায় মালিক মোঃ সোহেল শেখ (২৬), পিতা-মোঃ আমেদ আলী, সাং-পলিশা, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এর নিকট থেকে মামলা নং-৬৮/২৪ (০৫৯৪৪৬), ধারাঃ- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ৩,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অদ্য ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ ১৩৫৫ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন বেলটিয়া বাজারস্থ মেসার্স ভাই ভাই ফল ভান্ডারে ক্রয় ভাউসার সংরক্ষন না করায় এর মালিক মোঃ আব্দুল্লাহ শেখ (৪৫), পিতা-ইমান আলী, সাং-খুপিবাড়ী, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এর নিকট থেকে মামলা নং-৬৯/২৪ (০৫৯৪৪৭), ধারাঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
৪। এ ধরণের আইন অমান্যকারী ও জনদূর্ভোগ সৃষ্টিকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।