রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ বাহিনীর ০৭ সদস্যকে ছিনতাইকালীন অবস্থায় গ্রেফতার করেছে র্যাব-১০
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জ*ঙ্গিবাদ, খুন, ধ*র্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গতকাল ২৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২২.৩০ হতে ২৩.৫০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ঘাটস্থ বেড়ীবাঁধ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে কিশোর গ্যা এর ০৭ সদস্যকে ছিনতাইকালীন অবস্থায় গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হাসিবুল হোসেন, পিতা-ইদ্রিস হোসেন, সাং- নুরবাগ, ২। মোঃ রকি, পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন,সাং- পাকা পোল দশআনি পাড়া গলি, ৩। মোঃ ইমন, পিতা- মৃত সিরাজুল ইসলাম,সাং- মাদবর বাজার, ৪। মোঃ জুয়েল, পিতা- মৃত ইসমাইল,সাং- খোলামোড়া ৫। মোঃ তানভির, পিতা- মোঃ তাহের আলী, সাং- মাদবর বাজার, ৬। মোঃ হৃদয়, পিতা- মৃত- মোঃ নাজির, সাং- বড়গ্রাম ৭। মোঃ নাঈম, পিতা- মোঃ মাসুম, সাং- নুরবাগ দাদন মাদবর গলি, সর্ব থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা, (ভাসমান) বলে জানা যায়।
এসময় তাদের নিকট হতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত ০৪টি চাকু উদ্ধার করা হয়।
👉র্যাব ১০। 👉Rab 10 ।
র্যাব – ১০ (ঢাকা জেলার ১৬টি থানা, মুন্সীগঞ্জ জেলার ০৩টি থানা এবং ০২টি জেলা)
ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর, কদমতলী, সূত্রাপুর, ওয়ারী, কোতোয়ালি, লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল, গেন্ডারিয়া, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিন কেরানীগঞ্জ থানা ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর থানা এবং রাজবাড়ী ও ফরিদপুর জেলা