জালালাবাদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে সেবিকা হতে চান শিউলি
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসন থেকে এবার জনগণের সেবিকা হতে চান সু-শিক্ষিত মহিলা শিউলি ইসলাম। তবে তিনি প্রচারণায় এগিয়ে।
জানা যায়, জালালাবাদের সংরক্ষিত এই মহিলা আসনে এবার জনগণের মতামতে সাহসিকতার সাথে নির্বাচনে করতে যাচ্ছেন প্রয়াত সাবেক মেম্বার আবদুল হাইয়ের পুত্রবধূ এবং যুবনেতা শামশুল আলমের সহধর্মিনী শিউলী ইসলাম।
শিক্ষিত এই মহিলা মেম্বার প্রার্থী শিউলীর পক্ষে এলাকার যুবক,তরুণ,মুরব্বিসহ মহিলারা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এবার নতুন নেতৃত্ব সৃষ্টিতেও একমত পোষণ করেন।
যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। এই চিন্তা চেতনাকে ধারণ করে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠ পর্যায়ে প্রচারনায় অনেকটায় এগিয়ে রয়েছেন শিউলি ইসলাম। তিনটি ওয়ার্ডের নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয়-স্বজনরাও কৌশলী হয়ে বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে ভোটারদের সাথে।
মেম্বার প্রার্থী শিউলী ইসলাম জানান, এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
তিনি আরো বলেন, আন্তরিকতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টায় ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন অব্যাহত রাখবো।
প্রার্থী শিউলীর স্বামী সামশুল আলম জানান, সংরক্ষিত আসনের নারী-পুরুষ ভোটারদের সাথে প্রতিদিন আলাপচারিতা হচ্ছে। তাদের সমর্থনসহ ভালবাসাও পাচ্ছি মোটামুটি পর্যায়ে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত