আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।
সেলিম বাবু হাটবোয়ালিয়া প্রতিনিধি
গতকাল ২৮শে মার্চ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ৪ টি ব্যাবসা প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা করেন। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাঃসজল আহম্মেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া ক্যাম্প টু আই সি মোঃ মামুনুর রহমান সহ সঙ্গীয় ফোর্স। প্রবিত্র রমজান মাস উপলক্ষে হাটবোয়ালিয়া বাজারের রকমারি স্টোরে মূল্য তালিকা না থাকায় ও ডেড এক্সপায়ার পণ্য দোকানে থাকায় ৫ হাজার টাকা ও বাজারের জাহাঙ্গীর ফল ভান্ডারে ফলের মূল্য তালিকা না থাকায় ২হাজার টাকা ও সেলিম ফল ভান্ডারে ফল কেনার ভাউচার ও মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা ও বাজারের জিয়া ফল এন্ড মিষ্টান্ন ভান্ডারে কমল পানীয় ডেট এক্সপায়ার ও ফলের মূল্য তালিকা সেই সাথে মিষ্টির মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করেন। এবং বাজরের ফুটপথে তরমুজ ব্যবসায়ীদের কে বলেন অধিক মূলে তরমুজ না বেচার জন্য ও কেজিতে না বেচার পরামর্শ দেন।