র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কর্তৃক ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ওগঊও পরিবর্তন চক্রের মূল হোতাসহ ০২ জন আসামী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুরি যাওয়া ছিনতাই হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের ক্ষেত্রে ওগঊও নম্বর ব্যবহার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আসছে। কিন্তু সস্প্রতি কিছু অসাধুচক্র চোরাই মোবাইল সমূহের ওগঊও নম্বর পরিবর্তন করে জালিয়াতি করে আসছে। তারা একটি ডিভাইস ও সফটওয়্যার এর মাধ্যমে মোবাইলের প্রকৃত ওগঊও নম্বর পরিবর্তন করে চুরি যাওয়া মোবাইলকে আবার পুনরায় নতুন মোবাইল হিসাবে বাজারে বিক্রি করে আসছে। দিনাজপুর ও এর সংলগ্ন অঞ্চলে চুরি যাওয়া মোবাইল ফোন এর ওগঊও পরিবর্তনের মাধ্যমে বাজারজাতকরণের কাজ করে আসছিল ধৃত আসামিরা।
দীর্ঘদিনের গোয়েন্দা অনুসন্ধানের পর এই চক্র ও তার কার্যক্রম সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পায় র্যাব-১৩ এবং এ তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলাধীন হাকিমপুর থানার ডাঙ্গাপাড়া বাজারস্থ শুভ এক্সপার্ট কম্পিস্ধসঢ়;প টেলিকম ও মোবাইল সার্ভিসিং এর দোকানে ২৭/০৩/২০২৪ খ্রিঃ তারিখ ১৫.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইলের ওগঊও পরিবর্তন চক্রের মূল হোতা ১। মোঃ শাহাদত হোসাইন @ শুভ (২৭), পিতা- মোঃ ফরিদ আলী, সাং-গোবিন্দপুর এবং সহযোগী ২। মোঃ সুলতান মাহমুদ (৩২), পিতা- মোঃ ইন্তাজ আলী, সাং-ডাঙ্গাপাড়া বাজার, উভয় থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুকে ০৫টি ডিভাইস, ২২টি চোরাই মোবাইল, ০১টি ল্যাপটপ, ০৫টি হার্ডডিক্স এবং অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় র্যাব বাদী হয়ে একটি সাইবার অপরাধ মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত