প্রেমের প্রলোভন দেখিয়ে ডেকে এনে মারপিট, চুরি খুনের হুমকি জিম্মি ও মুক্তিপণ দাবী করা মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জ*ঙ্গিবাদ, খুন, ধ*র্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৮, সিপিএসসি, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন এলাকা হতে ঝালকাঠি জেলার রাজাপুর থানার ‘প্রেমের প্রলোভন দেখিয়ে ডেকে এনে মারপিট, চুরি এবং খুনের হুমকি প্রদান‘ এবং জিম্মি করে মুক্তিপণ দাবী করা মামলার প্রধান আসামী মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী মোঃ সাগর হাওলাদার(২০), পিতা- রবি হাওলাদার , সাং-নৈকাঠি, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি’সহ অন্যান্য আসামীরা স্বর্ণালী @ স্বর্ণা হালদার (১৭) নামের একটি মেয়েকে ব্যবহার করে ভিকটিম অরিনদম সিকদার (২৬) কে মোবাইল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমের ফাদে ফেলে প্রলোভন দেখিয়ে গত ২৪/০৩/২০২৪ তারিখ বিকাল ১৬০০ ঘটিকায় রাজাপুর থানাধীন সাতুরিয়া ইদুরবাড়ী বাজারে আসতে বলে।
ভিকটিম মটর সাইকেল যোগে ইদুরবাড়ী বাজার ব্রীজের পশ্চিম পাড়ে মোঃ রুবেন হাওলাদার এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর পৌছাইতেই আসামীরা ভিকটিমকে এলোপাথারি কিল, ঘুষি মারতে শুরু করে, সাথে থাকা নগদ টাকা, সোনার চেইন এবং মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
এসময়, ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা খুন ও জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।