বগুড়ায় র্যাবের যৌথ অভিযানে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার বেড়িবাদ কালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই আসামির নাম স্বপন মিয়া (৩১)। তিনি গাইবান্ধা জেলার টিনদহ এলাকার মুসা মিয়ার ছেলে।
বগুড়ায় র্যাবের যৌথ অভিযানে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার বেড়িবাদ কালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই আসামির নাম স্বপন মিয়া (৩১)। তিনি গাইবান্ধা জেলার টিনদহ এলাকার মুসা মিয়ার ছেলে।
বুধবার বগুড়া র্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) শেরপুরে ৭ বছরের ওই শিশুকে আসামি স্বপন মিয়া ফাঁকা বাড়িতে জোড়পূর্বক ধর্ষণ করে। তখন শেরপুর থানায় শিশুটির পরিবার একটি মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর আসামিকে ধরতে র্যাবের চৌকস টিম অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ বগুড়া ও র্যাব-১৪ টাঙ্গাইল যৌথভাবে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার বেড়িবাদ কালিবাড়ি এলাকা থেকে আসামি স্বপনকে আটক করে।
র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত