বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা ২০২৪ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত
আগামী ২২ এবং ২৩ মার্চ ২০২৪ খ্রিঃ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা ২০২৪ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা। এলক্ষে অদ্য ২১ মার্চ ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মাননীয় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ফারুক-উল-হক, পিপিএম মহোদয়; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এ্যান্ড অপারেশন) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম মহোদয়; পুলিশ সুপার জনাব শফিকুল ইসলাম মহোদয়; বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম মহোদয়সহ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে আগত প্রতিনিধিবৃন্দ। এসময় প্রধান অতিথি মহোদয়সহ আগত অতিথিবৃন্দ বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা ২০২৪ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত অফিসার-ফোর্সদের করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত