র্যাব—৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প এবং র্যাব —১, সিপিসি—২ কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর ভাষানটেক থানা এলাকা থেকে ১৫ (পনের) বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত ০১ (এক) জন চিহিৃত মাদক সম্রাজ্ঞী গ্রেফতার।
গত ১৮/০৩/২০২৪ ইং তারিখ ১৭:১০ ঘটিকার সময় এএসপি মোঃ জামাল উদ্দিন, ক্যাম্প কমান্ডার, অস্থায়ী ক্যাম্প, ভোলা, র্যাব-৮, বরিশাল এবং র্যাব-১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঢাকা মহানগরীর ভাষানটেক থানাধীন ভাষানটেক টেম্পু স্ট্যান্ড সংলগ্ন বাজারে যৌথ অভিযান পরিচালনা করে জিআর-৭২/২০১৮, সেশন-৪৮১/২০১৯, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ)/২৫ এর ১৫(পনের) বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার টাকা) জরিমান অনাদায়ে ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী-মোসাঃ রাবেয়া বেগম প্রঃ রুমা বেগম (৪০), স্বামী- মোঃ সালাউদ্দিন, পিতা-মৃত মোঃ আবদুল হক, সাং-সাবেক হালিমাবাদ, ০৩ নং ওয়ার্ড, (বর্তমান-পৌরসভা ০১ নং ওয়ার্ড), থানা-চরফ্যাশন,জেলা-ভোলা কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদে সে তাহার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। বর্ণিত আসামী একজন চিহ্নিত মাদক সম্রাজ্ঞী।