কুষ্টিয়ার খাজানগরে খানাখন্দভরা আশেক এলাহী সড়ক যেনো মরণ ফাঁদ !
দেশের বৃহত্তম চাউলের মোকাম কুষ্টিয়ার খাজানগরে খানাখন্দভরা এই সড়ক যেনো এখন এক মরণ ফাঁদ । প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় যাতায়াত করছে ধান-চাল বহনকারী ভ্যান, ট্রাক, ছোট ও ভারী যানবাহন সহ হাজার হাজার জনগন। খাজানগর আশেক এলাহী মোড় থেকে খাজানগর আদর্শপাড়া-দক্ষিণ পাড়া যাওয়ার খানাখন্দভরা এই রাস্তায় বৃষ্টি বা বন্যা ছাড়াই পানিতে নিমজ্জিত থাকায় রাস্তাটি যেন এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।
খাজানগর ওই এলাকায় রয়েছে বেশ কয়েকটি অটো রাইচ মিল সহ অসংখ্য ব্যবস্থা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত গাড়ি ধান-চাল সহ বিভিন্ন মালামাল নিয়ে এই রাস্তা হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আসা-যাওয়া করছে এবং খানাখন্দের কারনে প্রায়ই ছোট দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার কবলে পড়ে নষ্ট হচ্ছে মালামাল, বিকল হচ্ছে গাড়ি। আহত হয়েছেন অনেকেই। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে আরো বড় ধরনের দুর্ঘটনা। ইতিমধ্যেই চরম দুর্ভোগে পড়েছে এই এলাকার ব্যবসায়ী-মিল মালিক সহ জন-সাধারণ। প্রতিদিন এ রাস্তায় ধান-চাল নিয়ে চরম ঝুঁকি নিয়ে চলছে ছোট বড় যানবাহন।
এদিকে ওই রাস্তার বিকল্প খাজানগর জনতা ব্যাংক থেকে বাইপাস হয়ে জিকে খালের পাশ দিয়ে স্বর্গপুর মাঠ পর্যন্ত সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে গত বছরের ডিসেম্বরে। ১ কোটি ৫ লক্ষ টাকা বরাদ্দে ১৪ শ ৭০ মিটার নতুন রাস্তা নির্মানের কজ শুরু হলেও এ কাজে চরম ধীর গতি। আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলে কাজের কাজ এখন পর্যন্ত কিছুই হয়নি। কবে নাগাদ শেষ হবে এ নিয়ে হতাশায় ভুগছেন স্থানীয়রা।
আশেক এলাহী মোড় থেকে এরাস্তাটি দ্রুত নির্মান বা সংস্কার করার জন্য একটি প্রকল্পের আওতায় এনে অতি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত