বণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করলো ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
জেলা সদরের ঐতিহ্যবাহী,প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন করলো বণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।
দিবসটি উপলক্ষে জাতির পিতার জন্মদিন ১৭ই মার্চ (রোববার) সকালে বিদ্যালয় মিলনায়তনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের নেতৃত্বে অপরাপর শিক্ষক-শিক্ষিকাসহ স্কাউট দল পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিদ্যালয়ের মোক্তার আহমদ মিলনায়তনে প্রধান শিক্ষিকার সভাপতিত্বে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতেই শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শেখ রাসেল দেয়ালিকার ছবি ও পোস্টার উপস্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান,বিশেষ মোনাজাত, প্রার্থনা করা হয়।
এই সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,কর্মচারী সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।