টাকার বিনিময়ে পুলিশে চাকরি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতির অভিযোগে প্রমাণ সহ প্রতারক চক্র গ্রেফতার।
মোঃ তরিকুল ইসলাম, পিতা-শহিদুর রহমান, সাং-নতুন আগুনেরচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুরকে ১৬ লক্ষ টাকার বিনিময়ে পুলিশের কনস্টেবল পদে চাকুরী দেওয়ার কথা বলে মোঃ শামীম হোসেন, পিতা-মোয়াজ্জেম হোসেন, সাং-বাটিকামারি, থানা-ইসলামপুর নামে এক প্রতারক প্রার্থীর চাচা মোঃ নবী হোসেনের সাথে চুক্তি করে। এই চুক্তির মাধ্যম হিসেবে মধ্যস্থতা করে মোঃ আশরাফ ঢালী, সাং-চর গাওকুড়া, থানা-ইসলামপুর। আশরাফ ঢালী শর্ত দেয় তরিকুল পুলিশের কনস্টেবল পদে চাকরী পেলে তার মেয়েকে বিয়ে করতে হবে।
আশরাফ ঢালী প্রতারক শামীম হোসেনকে রুপালী ব্যাংক, ধর্মকুড়া বাজার শাখার একটি ১৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করে। প্রার্থী তরিকুলের চাচা নবী হোসেন সিকিউরিটি মানি হিসেবে আশরাফ ঢালীকে নগদ ৬ লক্ষ টাকা প্রদান করে।
গোয়েন্দা সূত্রের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র একটি চৌকস আভিযানিক দল এই প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ শামীম হোসেনকে গ্রেফতার পূর্বক তার নিকট থেকে ১৫ লক্ষ ৫০ হাজার টাকার চেকটি উদ্ধার করে এবং নগদ ৬ লক্ষ টাকা জব্দ করে। গ্রেফতারকৃত আসামী মোঃ শামীম হোসেনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং তার সাথে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের সনাক্ত পূর্বক গ্রেফতার করার কাজ চলমান আছে। গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।