১১দিন পর সাংবাদিক বৃষ্টি খাতুনের লাশ দাফন
বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টি খাতুনের লাশ চাচা ফারুক শেখের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবে। রাত সাড়ে আটটার সময় বৃষ্টি খাতুন মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বনগ্রাম পশ্চিমপাড়ায় পৌঁছালে গ্রামের মানুষ ও আত্মীয়স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ঢাকা থেকে লাশ নিয়ে বাবা এবং মা গ্রামের বাড়িতে পৌঁছালে মৃত বৃষ্টি খাতুনের আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
পরে বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে বড় চাচা ফারুক শেখের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়। উল্লেখ্য গত ২৯ শে ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন মৃত্যু বরণ করে। পরিচয় জটিলতার কারণে দীর্ঘ ১১ দিন পর আদালতের মাধ্যমে সোমবার সকালে বাবা সবুজ হোসেনের কাছে হাসপাতাল মর্গ কর্তৃপক্ষ বৃষ্টি খাতুনের লাশ হস্তান্তর করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত