প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৪, ১১:৫৭ অপরাহ্ণ
২৯৩ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২
২৯৩ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া
👉র্যাব ১২। 👉Rab 12 ।
র্যাব - ১২ (০৬টি জেলা)
সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জ*ঙ্গিবাদ, খুন, ধ*র্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
০২-০৩-২৪ তারিখ ২২.৩০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন গোকুল গ্রামস্থ বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নুরুজ্জামান মিয়া (২৮), পিতা- মোঃ আবু তালেব, সাং- তেতুলিয়া, থানা- কালিগঞ্জ, ২। মোঃ মমিনুল ইসলাম (৩৫), পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- ধুবলী, থানা- হাতিবান্ধা, উভয় জেলা- লালমনিরহাটদ্বয়কে তাদের চালিত পিকআপে বিশেষ কায়দায় রক্ষিত ২৯৩ বোতল ফেনসিডিল এবং ০২ টি মোবাইল, ০৪ টি সীম ও নগদ ৬,৬৫০/- টাকাসহ গ্রেফতার করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত