যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ধ*র্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহীম @ খলিল @ খলিলুর রহমান’কে গ্রেফতার করেছে র্যাব-৬।
“বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক ও দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
যশোর জেলার ঝিকরগাছা থানার ধ*র্ষন মামলার আসামী ইব্রাহীম খলিল @ খলিল @ খলিলুর রহমান এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী ইব্রাহীম খলিল @ খলিল @ খলিলুর রহমান এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত ইং ৩১/০৮/২০০৯ তারিখে আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
পরবর্তীতে গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় যে, আসামী ছদ্মনাম ব্যবহার করে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় আত্মগোপনে আছে।
উক্ত তথ্য প্রাপ্ত হয়ে ইং ০২/০৩/২০২৪ তারিখ রাত আনুমানিক ২০.১৫ ঘটিকায় র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহীম খলিল @ খলিল @ খলিলুর রহমান (৫১), পিতা- ইসমাইল, সাং- পদ্মপুকুর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর’কে গ্রেফতার করে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার ঝিরকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত