প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ
ইজিবাইক চোর চক্রের দলনেতা সহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০
ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে ইজিবাইক চোর চক্রের দলনেতা সহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০; চোরাইকৃত ইজিবাইক উদ্ধার।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জ*ঙ্গিবাদ, খুন, ধ*র্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গতকাল ০১ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৭.১৫ ঘটিকা র্যাব-১০ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন তাম্বুলখানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি ইজিবাইক উদ্ধার পূর্বক ইজিবাইক চোর চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মোনায়েম সরদার (৩০), পিতা- মোঃ মোশারফ সরদার, সাং- গোড়াইল, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর ২। মোঃ দেলোয়ার হোসেন (৪৫), পিতা- আব্দুল ওহাব মাতুব্বর, সাং- রশিদনগর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ০১টি চোরাইকৃত ইজিবাইক ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ফরিদপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে ব্যাটারী চালিত ইজিবাইক চুরি করে ৫০,০০০-৬০,০০০/- হাজার টাকার বিনিময়ে বিক্রয় করতো বলে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত