প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ণ
ধবপুর থানা পুলিশ কর্তৃক ১০ কেজি গাঁজা উদ্ধার”
“একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ”
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে মাধবপুর থানা পুলিশ মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউ/পির একতিয়ারপুর সাকিনের আসামী রুবেল মিয়া ও জুয়েল মিয়াদ্বয়ের বসত ঘরে
২৯/০২/২০২৪খ্রিঃ তারিখ ১২:৪৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ রুবেল মিয়া (৩৫) পিতা-মোঃ সবুর মিয়া, ২। মোঃ জুয়েল মিয়া (৩২) পিতা-মোঃ সবুর মিয়া, ৩। মোঃ সোহাগ মিয়া (৩৩) পিতা-মৃত নুর আহাম্মদ, সর্ব সাং-এক্তিয়ারপুর, ৬নং শাহজাহানপুর ইউ/পি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদেরকে আটক করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাদেরকে না পেয়ে উপস্থিত সাক্ষীদের সামনে আসামী রুবেল ও জুয়েল মিয়াদ্বয়ের পূর্ব ভিটের বসত ঘরটি তল্লাশী করে উত্তরের কক্ষের কোনায় সুকৌশলে লোকানো অবস্থায় (ক) ১০ (দশ) কেজি গাঁজা, যার অনুমান মূল্য-১,০০,০০০/-(একলক্ষ) টাকা এবং (খ) ১টি পুরাতন ওজন মাপার ডিজিটাল স্কেল, (যা গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত হয়) যার মূল্য অনুমান ২,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এই সংক্রান্তে পলাতক ০৩ জন আসামীর বিরুদ্ধে মাধবপুর থানার মামলা নং-০১, তারিখ-০১/০৩/২০২৪খ্রিঃ, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ রুজু হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত