র্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে বরিশাল জেলার উজিরপুর থানাধীন এলাকা হতে ০৫ (পাঁচ) কেজি ২৫০ গ্রামসহ নামীয় ০২ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জ*ঙ্গিবাদ, খুন, ধ*র্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব গোয়েন্দা বিভাগের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে জানা যায় যে, আলিফ পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস মাদকদ্রব্য বহন করে ঢাকা থেকে বরিশালের দিকে আসছে। এপ্রেক্ষিতে, আভিযানিক দলটি ইচলাদী টোল প্লাজাপ উত্তর পাশে বাসটিকে তল্লাশীর জন্য থামাইলে র্যাবের উপস্থিসি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে ব্যক্তিদ্বয়কে ঘেরাও পূর্বক আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ রিপন পদ @ পেদা (৩৭), পিতা— মোঃ হানিফ, সাং— মৌলভীপুকুর, থানা—চানগাঁও, জেলা—চট্টগ্রাম (২) মোঃ মিলন (৩৫), পিতা— মোঃ হারুন, সাং তেওয়ারীপুর, থানা—ভান্ডারিয়া, জেলা—পিরোজপুর বলে জানায়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয় স্বীকার করে যে, তারা গাঁজা ক্রয়—বিক্রয়ের সাথে জড়িত এবং তাদের কাছে গাঁজা রক্ষিত আছে। উপস্থিত জনগণের সামনে আসামীদ্বয়ের তথ্য অনুযায়ী বাসের স্টেয়ারিং বক্স হতে ৬০ গ্রাম এবং মালামাল রাখার বক্স হতে ০৫ কেজি ১৯০ গ্রাম মোট ০৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত আলিফ পরিবহণ নামে একটি বাস, যার রেজি নং— ঢাকা মেট্রোঃ ব—১৫—৫১—৫৮, ইঞ্জিন নং – ১০৮৬৩৭ এবং ০৩ টি মোবাইল জব্দ করা হয়েছে।
See Translation