৬ বছরের সাজাপ্রাপ্ত ১৩ মাদক মামলার আসামী বকুল জোয়ার্দ্দার গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহের শৈলকুপা থেকে পাইকারী মাদক ব্যবসায়ী ৬ বছরের সাজাপ্রাপ্ত ও ১৩ মাদক মামলার আসামী বকুল জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোরের দিকে পুলিশ অভিযান চালিয়ে শেখপাড়া নিজ বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে।
বকুল জোয়ার্দ্দার শেখপাড়া গ্রামের তোয়াক্কেল ওরফে তক্কেল আলী জোয়ার্দ্দারের ছেলে। সে শৈলকুপা থানার অপরাধচিত্রে তালিকাভূক্ত গাঁজা ব্যবসায়ী বলে জানা যায়। বকুল জোয়ার্দ্দার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী হলেও শৈলকুপার শেখপাড়া এলাকায় রয়েছে তার মাদকের একছত্র আধিপত্য।
এলাকাবাসীদের সূত্রে জানা যায়, শেখপাড়া গ্রামের বকুল জোয়ার্দ্দার দীর্ঘদিনের পাইকারী মাদক ব্যবসায়ী।
সম্প্রতি মাদকের একটি মামলায় ৬ বছরের সাজা হলেও দেড় মাসের মাথায় গত সপ্তাহে আপিলে জামিন পেয়ে বেরিয়ে আসে । এলাকায় মাদকের আধিপত্য পূনপ্রতিষ্ঠায় বৃহস্পতিবার দুপুরের শেখপাড়ার পদমদী গ্রামের মিল্টন হোসেনকে পিটিয়ে আহত করে বকুল ও তার সহযোগীরা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী জানান, মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত শেখপাড়া এলাকার মাদক কারবারী বকুল জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের একটি মামলায় সে ৬ বছরের সাজাপ্রাপ্ত।
বকুল জোয়ার্দ্দার শৈলকুপা থানায় ১৩ মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত। তার নামে শৈলকুপা থানায় ২০০৭ সালের ১৭ ডিসেম্বর অস্ত্র আইনে এবং একই তারিখে মাদক মামলার আসামী, এছাড়া ২০০৮ সালের ১৮ অক্টোবর, ২০০৮ সালের ১৫ ডিসেম্বর, ২০০৯ সালের ১৬ নভেম্বর, ২০১০ সালের ২ ফেব্রুয়ারী, ২০১৫ সালের ৩ এপ্রিল, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারী, ২০১৭ সালের ২০ মে, ২০২১ সালের ২৪ মে এবং ২০২৩ সালের ১৯ জানুয়ারী তারিখে রজু হওয়া মাদক মামলায় অভিযুক্ত বলে জানান।
এ নিয়ে বকুল জোয়ার্দ্দারের সাথে কথা হলে তিনি জানান, এলাকার সামাজিক বিরোধে তাকে সব সময় ফাঁসানো হয়ে থাকে বলে দাবি করেন।