দেশ ভাষছে উন্নতির জোয়ারে, এদিকে বেপরোয়া গতিতে মাটি খেকো গাড়ি চলাচল করায়য় রাস্তায় রেরহতে ভয় পাচ্ছে মানুষ।
ফিটনেস বিহীন কিছু মাটি টানা গারি, বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে। এদিকে রাস্তারও বেহাল দসা।
নতুন রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে অতিরিক্ত ভাড়ি মাটির গাড়ির চাপে (অবৈধ গাড়ির চাপে)। রাস্তার পাশে চরবিহাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্কুল) ছোটো ছোটো কোমলমতি শিশুরা ভয়ে রাস্তার দিকেও যাইতে পারে না। আর যাবেই বা কেমন করে ওরা তো মানুষ দেখে গাড়ি থামায় না বা স্লো করে না। শিক্ষক রাও যাইতে দেয় না ভয়ে, যদি কোনো দূর্ঘটনা ঘটে। আর বাচ্চাদের লেখাপড়ারও বিচ্যুতি ঘটে রাস্তায় একটা এই অবৈধ গাড়ি ঢুকলে পুরো রাস্তা জুড়ে তাদের বিস্তার, একটা মানুষ গেলেও গাড়ি দেখলে নামে যায় রাস্তার নিচে।
আর কোনো ভ্যান গারি যদি বেধে যায় সামনে তাকে নামা৷ লাগে বাগানে। রাস্তার মোড় থেকেও তাদের গতির কোনো বাধা নাই। যেমন উচ্চ গতিতে আসে মোড় থেকেও তেমনই ভাবে যায়। এটা বলছি চরবিহাড়ীয়া গ্রামের কথা। কিন্তু এটা শুধু চরবিহাড়ীয়া গ্রামে না আশে পাশে অনেক গ্রামেই এই অবৈধ মাটিটানা গাড়িগুলা বেপরোয়া গতিতে চলাচল করে।