সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী কর্তৃক রাজশাহীর বাঘা হতে ৫০২ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ইং 25 ফেব্রুয়ারী ২০২৪ তারিখ রাত্রী-২৩.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মহাজনপাড়া) জনৈক মোঃ হামিদুল (২২), পিতা-মৃত জার্মান , সাং-আলাইপুর (মহাজনপাড়া) এর মুদি দোকানের কাছে বেড়ি বাঁধের রাস্তার কাছাকাছি এলাকায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-৫০২ বোতল উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ নাহিদ (৩০), পিতা-মোঃ সাইদুল রহমান,সাং-হরিপুর (উচাপুকুর), থানা-কাশিয়াডাঙ্গা, রাজশাহী মহানগর‘কে গ্রেফতার করে।
২। ঘটনার বিবরণে প্রকাশ ঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মহাজনপাড়া) এলাকার জনৈক মোঃ হামিদুল (২২), পিতা-মৃত জার্মান, সাং-আলাইপুর (মহাজনপাড়া) এর মুদি দোকানের কাছে বেড়ি বাঁধের রাস্তার পাশে ০১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই র্যাবের টিম উক্ত ঘটনাস্থল বেড়ি বাঁধের রাস্তার কাছাকাছি পৌঁছা মাত্রই ০১ জন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে তার হেফাজতে থাকা ০২ টি বস্তা ফেলে রেখে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাবের টিম তাকে আটক করে। পরবর্তীতে বস্তা ০২ টি তল্লাসী করে উক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।
[caption id="attachment_22118" align="alignnone" width="244"] ৫০২ বোতল ফেন্সিডিল[/caption]
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত