এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জ*ঙ্গিবাদ, খুন, ধ*র্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৮, বরিশাল,সদর কোম্পানী অভিযান পরিচালনা করে বরিশাল জেলার উজিরপুর থানাধীন এলাকা হতে বরিশাল জেলার উজিরপুর থানার ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামী গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী মোঃ শোয়েব খান (৩৩), পিতা- আ: সালাম খান, সাং-মুন্ডপাশা, থানা-উজিরপুর , জেলা-বরিশাল এর বিরুদ্ধে বরিশাল জেলার উজিরপুর থানায় একটি গ্রেফতারি ওয়ারেন্ট জারি আছে। এনআই এ্যাক্টের ১৩৮ ধারা অনুযায়ী সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আসামীকে উক্ত আইন ও ধারায় দোষী সাব্যস্ত করে ০১ (এক) মাসের কারাদন্ড ও মোট ১০,০০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। গ্রেফতারকৃত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত