মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বান্ধন উড়াও কে জয়পুরহাটের ধরঞ্জী থেকে গ্রেফতার করেছে র্যাব—০৫।
র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব—৫, সিপিসি—৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ১৪৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ধরঞ্জী এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বান্ধন উড়াও (৪৪), পিতা—মৃত লাহারু উড়াও, সাং—রূপাপুর, থানা—পাঁচবিবি, জেলা—জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোরে পুলিশ সদস্য কয়া গ্রামে ওৎ পেতে থাকা অবস্থায় দুজন ব্যক্তি হেটে আসার সময় তাদেরকে থামতে বললে একজন দৌড়ে পালিয়ে যায় এবং বান্ধন উড়াও কে আটক করে। এ সময় বান্ধন উড়াও এর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
পরবর্তীতে গত ২০ নভেম্বর জয়পুরহাটের অতিরিক্ত জেলা জজ আদালত—২ এর বিচারক মোঃ আব্বাস উদ্দীন ৭০ বোতল ফেনসিডিল আটকের মাদক মামলায় বান্ধন উড়াও কে যাবজ্জীবন কারাদন্ডের আদেশসহ তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব—৫, জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল আসামী বান্ধন উড়াও কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরঞ্জী এলাকা হতে বান্ধন উড়াও কে গ্রেফতার করতে সক্ষম হয়।