প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ
র্যাব-১২, সিপিসি-২, পাবনা কর্তৃক জেল সুপার পরিচয়ে অভিনব কায়দায় প্রতারণাকারী ০২ জন আসামি গ্রেফতার
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জ*ঙ্গিবাদ, খুন, ধ*র্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর আভিযানিক দল “পাবনা জেলা চাটমোহর থানাধীন হাড়ান মোড় নতুন বাজার সুরাইয়া পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন এর দোকানের সামনে” অভিযান পরিচালনা করে উক্ত প্রতারক চক্রের মূলহোতা মোঃ মামুন হোসেন (৩০),পিতা-মোঃ আজহার সরকার, সাং-বোঁথড় (আহাদ মোড়), ২। মো: ইমরান হোসেন (২৮), পিতা-মো: শাহআলম, সাং-বোঁথড়, উভয় থানা-চাটমোহর, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রতারক চক্রের মূলহোতা মামুন আসামীর ছেলেকে কখনো জেল সুপার, আতাইকুলা থানার ডিউটি অফিসার, থানার এসআই, জনৈক উকিল সহ বিভিন্ন পরিচয়ে বহুবার নানান কুট-কৌশল ব্যবহার করে সুচতুরভাবে তার সাথে যোগাযোগ করে তার পিতার জামিন ও মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে হাতিয়ে নেয় ১,০৭,৩০০/- (একলক্ষ সাত হাজার তিনশত) টাকা।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত