প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফ থানাধীন মাঠপাড়া ও শালাবাগান রোহিঙ্গা ক্যাম্প এবং উখিয়ার লম্বরীপাড়া এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজন র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার; ৩০০ লিটার অকটেন, ১৩৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাতি, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার এবং সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, জ্বালানী তৈল ও ডিজেল অবৈধভাবে চোরাচাইপথে পার্শ্ববর্তী দেশে পাচারের সাথে জড়িত অসাধু ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১৫ তৎপর রয়েছে।
২। এরই ধারাবাহিকতায় গত ২৪/০২/২০২৪ তারিখ রাত অনুমান ০৩.০৫ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ মাঠপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পার্শ্ববর্তী দেশে অকটেন পাচারকারী অকটেন ভর্তি প্লাস্টিকের ছোট কনটেইনার রেখে পালানোর চেষ্টাকালে নুরুল আলম (মাঝি) (৩৬), পিতা-মোঃ সিরাজ মিয়া, সাং-মাঠপাড়া, ওয়ার্ড নং-০৩, টেকনাফ সদর ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত পাচারকারীর হেফাজত হতে সর্বমোট ৩০০ লিটার অকটেন উদ্ধার করা হয়।
৩। কক্সবাজারের টেকনাফ থানার মামলা নং ৯৩, তাং ২৪/০৬/২০২২, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (ক)/১৯ (ঙ) মোতাবেক ওয়ারেন্টভুক্ত আসামী খুরশিদ আলম’কে গ্রেফতারের লক্ষ্যে গত ২৪/০২/২০২৪ তারিখ অনুমান ১৫.৩৫ ঘটিকার সময় র্যাব-১৫ ও ১৬ এপিবিএন কর্তৃক শালাবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে যৌথ আভিযানিক দল ওয়ারেন্টভুক্ত আসামী খুরশিদ আলম (২৪) (রোহিঙ্গা), পিতা-আবু কালাম, শালাবাগান রোহিঙ্গা ক্যাম্প, টেকনাফ, কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৪। গত ২৪/০২/২০২৪ তারিখ রাত অনুমান ২১.৪০ ঘটিকার সময় র্যাব-১৫ এর পৃথক আরেকটি অভিযানে ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার ও তাদের হেফাজত হতে সর্বমোট ১৩৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৬৪,০০০/- (চৌষট্টি হাজার) টাকা উদ্ধার করা হয়। র্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজার ক্যাম্পের আভিযানিক দল উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের লম্বরিপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মাদক বিরোধী অভিযান পরিচালনার প্রাক্কালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে সু-কৌশলে পালায়নের চেষ্টাকালে মাদক কারবারী যথাক্রমে ১) আব্দুল আলম (৪৮), পিতা-নসরত আলী, সাং-লম্বরিপাড়া, ২) কামাল উদ্দিন (৪০), পিতা-মৃত রফিক আহাম্মদ, সাং-তুতুর বিল এবং ৩) আমিনুল হক রিদুয়ান (২৮), পিতা-মৃত মীর কাশেম, সাং-পিঞ্জিরকুল, সর্বথানা-উখিয়া, জেলা- কক্সবাজারদ্বয়কে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুরুল আলম (মাঝি) বিভিন্ন পেট্রোল পাম্প হতে পাইকারি দামে অকটেন ক্রয় করতঃ উচ্চ দামে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে চোরাইপথে পাচার করতো। এছাড়াও গ্রেফতারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে মজুদকৃত ইয়াবা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে অত্যন্ত কৌশলে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে বলে জানা যায়।
৬। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।