“ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগ, জানুয়ারি-২০২৪ এর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন”
“সেবার ব্রতে চাকরি” এই মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে আজ ২২ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার) সকাল ০৭:০০ ঘটিকা হতে সন্ধ্যা ১৮:০০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test এর দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় সমগ্র কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে সশরীরে উপস্থিত থেকে প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছ্বতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করেন।
সাধারণ,মুক্তিযোদ্ধা,পুলিশ পোষ্য,এতিম,আনসার/ভিডিপি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার আওতায় প্রথম দিনের বাছাইকৃত মোট ২৪৮৪ জন পুরুষ ও ১৯৫ জন নারী প্রার্থীর মধ্যে নিয়োগ বোর্ডের সিদ্ধান্তমতে দ্বিতীয় দিনের চারটি ইভেন্ট যথা-২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প-এ মোট ১৮২১ জন পুরুষ ও ১৬৪ জন নারী কৃতকার্য মর্মে বিবেচিত হয়েছেন।
২য় দিন শেষে সংক্ষিপ্ত পরিসংখ্যানঃ
১ম দিনে প্রাথমিকভাবে নির্বাচিত-২৪২৮ জন
২য় দিনে মোট উপস্থিত-২৪২১জন
মোট কৃতকার্য পুরুষ- ১৮২১ জন
মোট কৃতকার্য নারী – ১৬৪ জন
আগামীকাল শারীরিক পরীক্ষার তৃতীয় ও শেষ দিনে তারা মোট তিনটি ইভেন্ট যথা দৌড়(পুরুষ-১৬০০ মিটার ও নারী-১০০০ মিটার), ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করবেন। তৃতীয় দিন শেষে যোগ্য প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত মর্মে নির্বাচিত হবেন।