প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ২:১৬ অপরাহ্ণ
মাদক মামলায় বিজ্ঞ আদালতে ০১ বছর ০৬ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত
মাদক মামলায় বিজ্ঞ আদালতে ০১ বছর ০৬ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত একজন মাদক ব্যবসায়ীকে কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী এলাকা থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাতি, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।
জিআর-১৫১/১৮ (চকরিয়া), ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/০৪) এর ১৯(১) টেবিল ৭ (ক)/২৫ মোতাবেক ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ওমর ফারুক (বাপ্পি)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ওয়ারেন্টভুক্ত আসামী কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ কলাতলী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে গত ২২/০২/২০২৪ তারিখ অনুমান ১৩.১০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ওমর ফারুক (বাপ্পি) (২৫), পিতা-কবির আহাম্মদ, মাতা-জাহেদা বেগম, সাং-পাগলির বিল সাতঘর পাড়া, ০১নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে স্বীকার করে। উল্লেখ্য, বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারকৃত আসামীকে উক্ত মামলায় ০১ বছর ০৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হন্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত