ফেসবুকে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভাঙ্গায় সংবাদ সম্মেলন
ভাঙ্গা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেল সহ একাধিক মিডিয়ায় স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা এই সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, মালিগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা গড়ে তুলে কিছু ব্যবসায়ীরা। এতে যানজট সারাক্ষণ লেগেই থাকতো। তখন বিষয়টি প্রশাসনের নজরে আসে। যানজট নিরসনের জন্য স্থানীয় এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন মহোদয় ও উপজেলা প্রশাসনের নির্দেশে নোটিশের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়। সেখানে খবির মুন্সি নামের এক মাংস ব্যবসায়ী(কষাই) তিনি মহাসড়কে মাংস বিক্রি করত। তিনিও তার ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেন। সেই আক্রোশে ক্ষিপ্ত হয়ে কষাই খবির আমার বিরুদ্ধে তাকে হুমকি ধামকি ও মারধরের ঘটনা উল্লেখ করে চেয়ারম্যানের সম্মান ক্ষুন্ন করেছেন বলে তিনি এর তীব্র প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ।