অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বাদশা ওয়াজেদ আলীর শুভ জন্মদিন আজ ১০ ফেব্রুয়ারি।শুভ জন্মদিনে শৈলকূপা পরিক্রমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন।
বাদশা ওয়াজেদ আলী শৈলকুপার ২ নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন।
তিনি গ্রামের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করার পর, বসন্তপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচ এস সি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতি বিভাগে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
তারপর তিনি ইংরেজিতে এমএ এবং আইনে এলএলবি ডিগ্রীও লাভ করেন।
প্রথম জীবনে তিনি খন্ডকালীন শিক্ষক হিসেবে বসন্তপুর হাইস্কুলে শিক্ষকতা করেছেন। তারপর মাদারীপুর সৈয়দ আবুল হোসেন কলেজে প্রভাষক হিসাবে শিক্ষকতা শুরু করেন। এবং ২০২২ সালে সহকারি অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেন।
বাদশা ওয়াজেদ আলী শিল্প সাহিত্য সংস্কৃতির একজন অনুরাগী হিসেবে মাদারীপুর শহরে পরিচিত। তিনি ছোট গল্প প্রতিযোগিতায় প্রথম হয়ে সুনীল সাহিত্য পুরস্কার অর্জন করেছিলেন।
বাংলা ট্রিবিউন সহ বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি ছোট গল্প, অনুগল্প, কবিতা লিখে থাকেন। বর্তমানে তিনি মাদারীপুর শহরে বসবাস করছেন।
শুভ জন্মদিন আমরা তাঁর সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণকামনা করি।
[caption id="attachment_20518" align="alignnone" width="780"] বাদশা ওয়াজেদ আলীর[/caption]
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত