অস্ত্র মামলার পলাতক এক আসামী গ্রেফতার
র্যাব-৮,সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প কর্তৃক পরিচালিত অভিযানে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামী গ্রেফতার হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ ফেব্রয়ারি ২০২৪ খ্রি. তারিখ ১৮.০৫ ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন পুরান বাজার এলাকা থেকে অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামী মোঃ শহিদুল ইসলাম (৩২), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- উল্টর মহেষের চর, থানা- সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামী একই মামলায় র্যাব-২ কর্তৃক আটক হয় এবং বর্ণিত মামলা ছাড়াও ডিএমপি পল্টন থানায় ছিনতাইকারী/দস্যুতা মামলা রয়েছে।