পাবনায় চল্লিশ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাবনায় র্যাবের অভিযানে ৪০ (চল্লিশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যান।
র্যাব জানায়, মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২৮/০১/২০২৪ তারিখ ১০.৩৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন কালিকাপুর সাকিনস্থ কালিকাপুর সুগারমিল মোড়ে পাবনা-দাশুড়িয়া মহাসড়কের দক্ষিণ দিকে সুগার মিল গামী রাস্তার উপর’
অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল, মোবাইল-০২টি এবং ০৪টি সিমকার্ডসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ০২ নং আসামী মোঃ মেহেদী হাসান এর বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় আরো একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মোঃ রবিউল ইসলাম রবি (৩৫), পিতা-মৃত খেদ আলী মন্ডল, ২। মোঃ মেহেদী হাসান রাসেল(২৭), পিং-মোঃ মতিউর রহমান, উভয় সাং-হোসেনাবাদ (সেন্টারপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।