মোগলাবাজার থানা পুলিশের অভিযানে প্রতারনা মামলার আসামী গ্রেফতার
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, এসএমপি, সিলেট মহোদয়ের অনুমতি ও সার্বিক দিক নির্দেশনায়, রূপক কুমার সাহা, সহকারী পুলিশ কমিশনার, মোগলাবাজার থানা এর তদারকি এবং মোহাম্মদ মোশাররফ হোসেন, অফিসার ইনচার্জ, মোগলাবাজার থানা মহোদয়ের সহযোগিতায় ফেনী জেলার সোনাগাজী থানা এলাকা এবং চাদপুর সদর থানা এলাকায় ১৯/০১/২৪খ্রি তারিখ হইতে অভিযান পরিচালনা করিয়া মোগলাবাজার থানার মামলা নং-০২/২০, তারিখঃ ০২/০২/২৩খ্রিঃ, ধারাঃ ৪০৬/৪২০/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০; এর প্রতারক আসামী ১) তুষান প্রঃ তুষার সরদার(২৫), পিতাঃ মৃত হাবিবুর রহমান সরদার, সাং- বজরুসার (গোলচত্ত্বর সরদার বাড়ি), ইউপি- বাঁশগাড়ী, পোঃ খাসেরহাট, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর কে গত ২১/০১/২৪খ্রিঃ তারিখ ২১.০০ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানাধীন মেথা রোড এলাকা থেকে গ্রেফতার করিয়া মোগলাবাজার থানায় নিয়ে আসা হয়। উক্ত ধৃত আসামীর পিসিপিআর যাচাই অন্তে একই ধরণের অপরাধ সংক্রান্তে নিম্নোক্ত তথ্য পাওয়া যায়।
১। (16SYT) কুমিল্লা এর চৌদ্দগ্রাম থানার ,এফআইআর নং-১৪/৪৫৮, তারিখ- ০৮ অক্টোবর, ২০১৯; সময়- ১০.৩০ ঘটিকার সময়। ধারা- ৪০৭/১০৯ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত/বিবাদী –
২। (15SLB) ঠাকুরগাঁও এর ঠাকুরগাঁও সদর থানার ,এফআইআর নং-২২/১৮৩, তারিখ- ১৬ মে, ২০১৯; সময়- ২১.০৫ ঘটিকা ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত/বিবাদী –
আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী অফিসার ও ফোর্সবৃন্দঃ এসআই/মুকিত মিয়া, এএসআই/মোহাম্মদ আব্দুল গাফফার সহ সঙ্গীয় ফোর্সবৃন্দ।