ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের তোলা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষিকার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন ডকুমেন্ট ও আপত্তিকর কথাপোকথন পোস্ট করে ওই শিক্ষিকার মান ক্ষুন্ন করেছে হ্যাকাররা । এঘটনায় গত বুধবার (২৪ জানুয়ারি) হরিণাকুন্ডু থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী শিক্ষিকা আসমা পারভীন।
অভিযোগের সূত্র ধরে জানা যায়, গত ১৫ জানুয়ারি রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় হরিণাকুন্ডু থানাধীন পোড়াহাটি সাকিনস্থ ভুক্তভোগীর বসত বাড়ীতে অবস্থানকালীন সময় তার ফেইসবুক আইডিতে একটি এলার্ট নোটিফিকেশন আসে, নোটিফিকেশনটি আসার পরে ভুক্তভোগী লক্ষ করে তার ফেইসবুক, ম্যাসেনজার আইডি অন্য একটি ডিভাইসে লগ ইন করা হয়েছে। তারপর থেকেই তার ফেইসবুক আইডি তার নিয়ন্ত্রনে ছিলনা। অতঃপর সে তার আইডিটি পূরনায় ফেরত পেতে সক্ষম হয়।
বর্তমানে ভুক্তভোগী জানতে পারে যে, কে বা কারা তার আইডি থেকে বিভিন্ন ডকুমেন্ট ও আপত্তিকর কথাবার্তা নিয়ে সোস্যাল মিডিয়াতে পোষ্ট করে তার মান সম্মান ক্ষুন্ন করে আসছে। এমতাবস্থায় তার ফেইসবুক আইডি তে কোনো অপতৎপরতা হতে পারে বলে ধারণা তার।
এদিকে হ্যাকারদের এমন কার্যক্রমের পরে বিপাকে পড়েছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা। সমাজে হেয় প্রতিপন্নের শিকার হচ্ছেন তিনি। এছাড়াও তাকে স্কুল থেকে দুইমাসের জন্য সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকা আসমা পারভীন বলেন, আমার মান ক্ষুন্ন করার জন্য কেউ এমন করেছে। বিষয়টা নিয়ে আপনারা তদন্ত করেন আসল সত্য বেরিয়ে আসবে। আমার বিরুদ্ধে যে অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। আমার আইডি হ্যাক করে কে বা কাহারা এমন কাজ করেছে!!
এবিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকা থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
প্রসঙ্গত: তোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিরুল ও শিক্ষিকা আসমা খাতুনের মোবাইল মেসেঞ্জারের অশ্লীল চ্যাটিং সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
পরে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ ঘটনার প্রেক্ষিতে ওই দুইজন শিক্ষককে দুই মাসের জন্য সাময়িক বহিষ্কার করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত