রংপুরে জুয়া খেলার সময় হাতেনাতে ৬ জনকে গ্রেফতার
রংপুরের মিঠাপুকুর থানা কর্তৃক জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে মালামাল ও নগদ টাকাসহ গ্রেফতার”
District Police Rangpur Date: 26/01/24]
২৬/০১/২৪ তারিখ রাত্রি ০১.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রংপুর মহোদয়ের দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল), অফিসার ইনচার্জ, মিঠাপুকুর থানা,পুলিশ পরিদর্শক (তদন্ত) এর প্রত্যক্ষ সহযোগিতায় এসআই (নিঃ) মোঃ মকবুল হোসেন, এএসআই(নিঃ) মোঃ জাফর আহমেদ, এএসআই(নিঃ) আব্দুল খালেক,
এএসআই(নিঃ) জ্যোতিষ সঙ্গীয় ফোর্সসহ মিঠাপুকুর থানাধীন ০২ নং রানীপুকুর ইউপির ভক্তিপুর সাকিনস্থ বৈরাগীগঞ্জ টু এরশাদ মোড়গামী রাস্তা সংলগ্ন জনৈক বুলবুল হায়দার এর ইটের ওয়াল টিনের ছাউনি বিশিষ্ট গোডাউন ঘরের ভিতর হতে জুয়া খেলারত অবস্থায় অভিযুক্ত ১। মোঃ খায়রুজ্জামান (৪০) পিতা- মোঃ তোজাম্মেল হোসেন, গ্রাম- হর নারায়ণপুর,
২। মোঃ আনিসুর রহমান (৩৯), পিতা-মোঃ আজম মিয়া, ৩। মোঃ বুলবুল হায়দার (৪০) পিতা-মোস্তাফিজুর রহমান উভয় সাং-ভক্তিপুর,
৪। মোঃ রিয়াজুল ইসলাম (৩৪), পিতা- মোঃ আফতাবুল আলম, সাং- দৌলত নুরপুর, সকলের থানা মিঠাপুকুর, ৫। মোঃ মাসুদ মিয়া (৪২), পিতা-মৃত ওয়াহেদ আলী, ৬। মো: আহসান হাবিব (৩৫), পিতা- মোঃ ওয়াজেদ আলী, উভয় সাং- জানকি দিগর, থানা কোতয়ালী সদর,
সকলের জেলা- রংপুরগনদেরকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। জুয়া খেলার আলামত হিসেবে এক সেট তাস, নগদ ৪,৮৮,০০০/- টাকা এবং ০৪ টি মোটরসাইকেল জব্দ করা হয়। উক্ত বিষয়ে মিঠাপুকুর থানায় প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা নং- ৪০(০১)২০২৪ রুজু হয় এবং উপরোক্ত ০৬(ছয়) জন অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।