চট্টগ্রাম প্রতিনিধিঃ মোঃ আবদুল লতিফ নাহিদ
লাখো ভক্তের উপস্থিতিতে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি কামনায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে প্রখ্যাত অলীয়ে কামেল আধ্যাত্মিক সাধক, মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা, গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ১১৮তম বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে এ ওরশ অনুষ্ঠিত হয়।
সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) : ওরশে গতকাল দিবাগত রাতে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)। সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) এর আয়োজন ও ব্যবস্থাপনায় এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর (ম.) সার্বিক তত্ত্বাধানে এ ওরশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর এবং আওলাদে গাউছুল আজম শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মুহাম্মদ আলমগীরের পরিচালনায় ওরশে মিলাদ পরিচালনা করেন শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী।
ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী : শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারীর ওরশ শরীফ বুধবার শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী’র স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ মোন্তাজেম ও সাজ্জাদানশীন সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী ও শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন মাইজভান্ডারী’র আয়োজনে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গাউসুল আজম মাইজভান্ডারীর তরিকা ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী বিভিন্ন শাখা ও দায়রার ইতোমধ্যে উদ্যোগে মানব ও মানবতার সেবায় ব্যাপক কর্মসূচি সম্পন্ন হয়। প্রধান দিবসে খতমে কোরআন, খতমে গাউছিয়া মাইজভান্ডারীয়া, জিকির আজকার শেষে রাত ১১টায় গাউসুল আজম মাইজভান্ডারী হুজুরা শরীফ দোয়ার মেহরাব থেকে মিলাদে নববী, তাওয়াল্লোদে গাউছিয়া ও মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা নিবেদন করা হয়।
ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী : শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারীর বার্ষিক ওরশে আখেরী মুনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম, সাজ্জাদানশীন ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী।
এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মোন্তাজেম ও ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভান্ডারীর সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সৈয়দ মাহমুদুল হক, খালেদ হোসেন খান মাসুক, নুরুল আলম চৌধুরী, ড. কাজী মেজবাহ উল আলম মামুন, এনামুল হক চৌধুরী সেলিম প্রমুখ।
সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.) : সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)-এর ওরশ শরিফ গতকাল মাইজভান্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভান্ডারী’র গাউসুল আযম মাইজভান্ডারীর প্রপৌত্র ও উত্তরাধিকারী এবং অছিয়ে গাউসুল আযম শাহ্সুফি হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারীর জ্যেষ্ঠ পুত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর নামে প্রতিষ্ঠিত গাউসিয়া হক মনজিলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আগের দিন বাদ আসর পবিত্র রওজা গোসলের পর খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং মিলাদ পাঠের মাধ্যমে ওরশ শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতে এস জেড এইচ এম ট্রাস্টের সাংস্কৃতিক সংগঠন মাইজভান্ডারী মরমী গোষ্ঠী’র শিল্পীরা সামা মাহফিলে সুফি সংগীত পরিবেশন করেন।
রাতে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম মাইজভান্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল হযরত শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)। এছাড়া অন্যান্য মঞ্জিলের মধ্যে আখেরী মুনাজাত পরিচালনা করেন গাউছিয়া রহমানিয়া মঞ্জিলে সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী, গাউছিয়া মঈনিয়া মঞ্জিলের সাজাদ্দানশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী, গাউছিয়া আমিন মঞ্জিলের সাজাদ্দাশীন সৈয়দ সামশুল আরেফীন মাইজভান্ডারী (বাবুল মিয়া)।
মাইজভান্ডার এলাকা সর্ববৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছিল। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে দেশ বিদেশের লক্ষ লক্ষ আশেক ভক্ত এই মহান দিবসে সমবেত হয়ে তাদের প্রেম ও ভক্তিপূর্ণ অর্ঘ্য পেশ করে। বহু আশেক ভক্ত গরু, মহিষ, গয়াল, ছাগল, মুরগী যার যার সামর্থ্য অনুযায় হাদিয়া নজরানা নিয়ে জিকির ও জুলুশ সহকারে দরবারে হাজির হয়।
মাইজভান্ডার দরবার শরীফ সহ তৎসংলগ্ন এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়েছিল। পথের পাশে বসে বাঙালি কৃষ্টির অবিচ্ছেদ্য অংশে পরিণত হওয়া ঐতিহ্যবাহী মাঘের মেলা এ যেন শান্তিময় সাম্যবাদী বাঙালি জাতির সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার এক অভূতপূর্ব মহাসম্মিলন।
https://youtu.be/NH9MlDOMk6M?si=a83pr8ixB5SxeL8O
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত