জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০১টি সফল অভিযানে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ গ্রেফতার ০২।
অভিযান-০১
(২৩ জানুয়ারী ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এসআই (নিঃ)/ কাজী আব্দুল মান্নান, এএসআই (নিঃ)/গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই(নিঃ)/এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ০২.১০ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানাধীন পেটভরা বাজারস্থ জনৈক মোঃ রমজান আলী এর আরএস পোল্ট্রি এন্ড ফিড দোকানের সামনে চৌগাছা টু নারায়নপুর গামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আরিফুল ইসলাম(২৫), পিতা-মৃত জামাল উদ্দিন, ২। মোঃ ইমামুল হোসেন(২৪), পিতা-আব্দুস সামাদ, উভয় সাং-পেটভরা দক্ষিনপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর দ্বয়কে ৫১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য অনুমান ১,৫৩,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত