প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ
পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ জন রোহিঙ্গা গ্রেফতার
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৮,০০০ পিচ ইয়াবাসহ ৫ জন রোহিঙ্গা গ্রেফতার।
আজ ১৬-০১-২০২৪ তারিখ সকাল ১০.২০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি চৌকশ টিম মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোহাম্মদ আসলাম খান মহোদয়ের নেতৃত্বে এসআই মো. রফিক বিপিএম, এসআই মো. রেজাউল করিম এবং সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান করা কালে মুক্তারপুর সাকিনস্ত মুক্তারপুর পূর্নিমা পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপরে অটোরিকশা থেকে উক্ত আসামীদ্বয়কে আটক করা হয়।
[caption id="attachment_16411" align="aligncenter" width="300"] পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ জন রোহিঙ্গা গ্রেফতার[/caption]
আটককৃতরা হলেন- (ক) সালামত উল্লাহ (১৮), পিতা- নুরুল ইসলাম হক, মাতা- আজিজা বেগম (রোহিঙ্গা ভাসমান)। (খ) মো. আইয়াজ (৩২), পিতা- কালা মিয়া, মাতা- মৃত খাদিজা বেগম (রোহিঙ্গা ভাসমান)। (গ) জেসমিন নুর (২৬), পিতা- মৃত কাশেম, মাতা- আয়েশা (রোহিঙ্গা ভাসমান)।
[caption id="attachment_16412" align="aligncenter" width="300"] আটককৃতরা হলেন- (ক) সালামত উল্লাহ (১৮)[/caption]
(ঘ) আয়শা (২০), পিতা- মৃত রফিক, মাতা- জাহিদা বেগম (রোহিঙ্গা ভাসমান)। (ঙ) রোজিনা (১৮), পিতা- মৃত রফিক, মাতা- জাহিদা বেগম (রোহিঙ্গা ভাসমান)। উভয় আসামীদ্বয়ের সাং- লেদা রোহিঙ্গা ক্যাম্প নং-২৪, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
আসামীদের সাথে থাকা লাল এবং নীল রংয়ের শপিং ব্যাগের ভিতরে ৮০ পোটলা ইয়াবা এবং তাদের দুইটি হাত ব্যাগের ভিতরে ৫৪ টি কালো রংয়ের ইয়াবার পোটলা ও ২৭টি কমলা রংয়ের ইয়াবার পোটলার মধ্যে ৮,০০০ পিচ ইয়াবা.
যাহার ওজন ৮০৫ গ্রাম। আনুমানিক মূল্য- ২৪,১৫,০০০ (চব্বিশ লক্ষ পনের হাজার) টাকা। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত